চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

আবারও টুইটারের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

৩ জুলাই, ২০২৩ | ৪:৫২ অপরাহ্ণ

বিল পরিশোধ না করার অভিযোগে প্রায় ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বিরুদ্ধে মামলা করেছে একটি অস্ট্রেলিয়ান প্রোজেক্ট ম্যানেজমেন্ট ফার্ম।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় মার্কিন বার্তাসংস্থা সিএনএন।

সিএনএন জানায়, চারটি দেশে করা কাজের বিল পরিশোধ না করার অভিযোগে প্রায় ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে মার্কিন আদালতে এ মামলা করেছে সিডনি-ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ফ্যাসিলিটেট কর্পোরেশন।

গত ২৯ জুন ক্যালিফোর্নিয়ার উত্তরে জেলা আদালতে টুইটারের চালান পরিশোধে ব্যর্থতার দায়ে চুক্তি ভঙ্গের দাবি করে মামলা দায়ের করা হয়।

ফ্যাসিলিটেট জানায়, ২০২২ সাল থেকে ২০২৩ সালের প্রথম দিকে, প্রতিষ্ঠানটি লন্ডন এবং ডাবলিনের টুইটারের অফিসে সেন্সর স্থাপন করে। সিঙ্গাপুরে একটি অফিসে ডেকোরেট সম্পন্ন করে এবং সিডনিতে একটি অফিস পরিষ্কার করেছে।

এই কাজের জন্য, টুইটার কোম্পানির কাছে যথাক্রমে ২ লাখ ৫৭ হাজার ডলার, ৪ লাখ ৪ হাজার ডলার এবং ৪০ হাজার ৭০০ ডলার পাওনা ছিল। কিন্তু এখনও টুইটার এই পাওনা পরিশোধ করেনি।

ফ্যাসিলিটেট জানায়, মামলার মাধ্যমে আইনি খরচসহ নির্ধারিত পরিমাণে ক্ষতিপূরণ চায় তারা।

তবে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি টুইটার বলছে বার্তাসংস্থা রয়টার্স।

গত বছর ২০২২ সালে ধনকুবের এলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে সামাজিক এই প্ল্যাটফর্মটি কেনার পর থেকেই টুইটারের বিরুদ্ধে বিল এবং ভাড়া পরিশোধ না করার নানারকম অভিযোগ জানায় অনেক কোম্পানি। এদের মধ্যে সর্বশেষ অভিযোগ জানাল অস্ট্রেলিয়ান এই ফার্ম।

 

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন