চট্টগ্রাম রবিবার, ১২ মে, ২০২৪

সর্বশেষ:

নাইজেরিয়ায় পশুপালক ও কৃষকদের সংঘর্ষে নিহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২৩ | ৯:২৪ অপরাহ্ণ

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যে পশুপালক ও কৃষকদের মধ্যে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫–তে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। গত সোমবার রাজ্যের মাংগু জেলায় সহিংসতার এ ঘটনা ঘটে। রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে বলেন, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবারের ওই সহিংসতায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান ড্যানিয়েল জানান, গত সোমবারের এ হামলার ঘটনার পর এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া বেশ কিছু ঘর ভেঙে ফেলায় অনেক মানুষ এখন গৃহহীন।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা জানিয়েছে, হামলার পর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছেন। প্লাটো রাজ্যটির অবস্থান এমন এক জায়গায়, যার একদিকে অর্থাৎ উত্তরের এলাকাগুলোয় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। আর দক্ষিণে সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টানরা। বহু বছর ধরেই ওই অঞ্চলে প্রাণঘাতী ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা ঘটছে। শেষ এ সহিংসতার কারণ কী, তা এখনো স্পষ্ট নয়। তবে পশুপালক ও কৃষকদের মধ্যে দ্বন্দ্ব প্রায়ই সংঘাতে রূপ নেয়।

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন