চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

তুরষ্কে ফের ভূমিকম্প, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:০৯ অপরাহ্ণ

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের দুই সপ্তাহ পর আবারো নতুন করে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখনো পর্যন্ত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে আবারো তল্লাশি অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

 

সোমবার স্থানীয় সময় রাতে দেশটির দক্ষিণ-পূর্বে সিরিয়ার সাথে সীমান্ত এলাকায় ৬.৪ এবং ৫.৮ মাত্রার এই ভূমিকম্প দুটি অনুভূত হয়।

 

তুরস্কের দুর্যোগ ও জরুরী অবস্থা বিষয়ক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত আটটা চার মিনিটে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর তিন মিনিট পর আঘাত হানে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি।

 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু বলেন, আন্তাকিয়া, দেফনে এবং সামানবাগে তিন জন মারা গেছে। তিনি ঝুঁকিপূর্ণ স্থাপনায় প্রবেশ না করতে জনগণকে আহ্বান জানিয়েছেন।

 

এর আগে গত ৬ই ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়া দুটি দেশেই ভয়ংকর আরেকটি ভূমিকম্প সব কিছু তছনছ করে দিয়েছিল। তুরস্ক এবং সিরিয়ায় ওই ভূমিকম্পে ৪৪ হাজার মানুষ মারা গিয়েছিল। এছাড়া ঘরবাড়ি ছাড়া হয় আরো লাখো মানুষ। ওই ভূমিকম্পে দুই দেশে যেসব ভবন দুর্বল হয়ে পড়েছিল সেগুলো সোমবারের ভূমিকম্পের ধসে পড়েছে। সূত্র: বিবিসি। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন