চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

কলকাতায় নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার

১৯ মে, ২০২২ | ৩:৫৭ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গের কলকাতায় আগামী ১ জুলাই থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে প্লাস্টিকের ব্যবহার। প্রথম পর্যায়ে ৭৫ মাইক্রনের প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে। এরপর ডিসেম্বর মাসে ১২০ মাইক্রনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে।

ভারতীয় গণমাধ্যম আজতাকের প্রতিবেদনে বলা হয়, গত ১৫-২০ বছর ধরে কলকাতা শহরে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হলেও সেটি ফলপ্রসূ হয়নি। ফলে ব্যবহৃত প্লাস্টিক আবর্জনায় কলকাতার ড্রেনেজ সিস্টেমকে বিকল করে তুলছে। পাশাপাশি ব্যবহার করা প্লাস্টিক আবর্জনার সঙ্গে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দিলে তা মাটির সঙ্গে মিশে মাটিকে টক্সিক করে তুলছে। মাটির উর্বরতা কমে গিয়ে গাছপালার বৃদ্ধি বা ফসলের ফলন কমিয়ে দিচ্ছে।

আর এই ধরনের ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজ্য সরকারকে বিকল্প পথ বের করার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদরা।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন