চট্টগ্রাম সোমবার, ১৩ মে, ২০২৪

সর্বশেষ:

‘দাড়ি না রাখলে সরকারি চাকরি থেকে ছাঁটাই’

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২২ | ১২:০৫ পূর্বাহ্ণ

সমস্ত সরকারি কর্মচারীকে দাড়ি রাখার নির্দেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। একই সঙ্গে নির্ধারিত ড্রেসকোড মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। দাড়ি রেখে ও নির্ধারিত ড্রেসকোড মেনে করতে হবে অফিস। অন্যথায় চাকরিচ্যুত করা হতে পারে। তিনটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৮ মার্চ) তালেবান সরকারের ‘পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ’ মন্ত্রণালয় দেশটির সমস্ত সরকারি অফিসের প্রবেশপথে টহল দিয়েছে। কর্মচারীরা নতুন নিয়ম মানছে কিনা তা তদারক করতেই এই টহল।

দুইটি সূত্র রয়টার্সকে বলেছে, কর্মচারীদের দাড়ি না কামাতে, স্থানীয় লম্বা-ঢোলা পায়জামা, কুর্তা ও পাগড়ি পোশাক পরতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এসব চাকরীজীবিকে ঠিক সময়ে নামাজ পড়া নিশ্চিত করতে বলা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, ড্রেসকোড না মানলে তারা অফিসে প্রবেশ করতে পারবে না এবং শেষ পর্যন্ত তাদের বরখাস্ত করা হবে।

‘পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ’ মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলে তিনি জবাব দিতে অস্বীকৃতি জানান।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন