চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

ইউক্রেনে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২২ | ৯:৪৩ অপরাহ্ণ

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে, জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হিসেব মতে, এ পর্যন্ত ইউক্রেনে ১ হাজার ৮১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৭০৭ জন।

তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে কেবল পোল্যান্ডেই ২০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছে। খবর বিবিসির।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট