চট্টগ্রাম রবিবার, ১২ মে, ২০২৪

সর্বশেষ:

করোনা আক্রান্ত হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২ | ১:২১ অপরাহ্ণ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃদু উপসর্গ থাকলেও সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন ৭৪ বছর বয়সী সাবেক এ ফার্স্ট লেডি।

করোনা আক্রান্ত জানিয়ে দেওয়া এক টুইটে হিলারি লেখেন, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে টিকা থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখনও টিকা নেননি অনুগ্রহ করে দ্রুত নিয়ে নিন।

তিনি আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনেরও নমুনা পরীক্ষা করা হয়েছে, ফল নেগেটিভ, তিনি কোয়ারেন্টাইনে আছেন।

তার আগে এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। যে কারণে ন্যাটো সম্মেলনে অংশ নিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সফরসঙ্গী থেকে তাকে বিরত থাকতে হয়।

গত ১৩ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

২০১৬ সালে ডেমোক্র্যাট থেকে মনোনয়ন নিয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন হিলারি ক্লিনটন। সে বার তাকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। সূত্র : সিএনএন

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন