চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

মেসির করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক

২ জানুয়ারি, ২০২২ | ৬:৪৩ অপরাহ্ণ

বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ নিয়ে এল ফরাসি লিগ ওয়ান ক্লাব। কোভিড পজিটিভ হয়েছেন লিওনেল মেসি।

রবিবার (২ জানুয়ারি) আর্জেন্টাইন ফরোয়ার্ডের এ করোনায় আক্রান্তের খবর জানিয়েছে ফরাসি লিগ ওয়ান ক্লাব। শুধু মেসি নন, আরো তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত।

ক্লাব জানায়, আক্রান্ত খেলোয়াড়রা এখন আইসোলেশনে আছেন এবং উপযুক্ত স্বাস্থ্য প্রটোকল মেনে চলতে হবে তাদের।

পিএসজির দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘করোনায় আক্রান্ত চার খেলোয়াড় হলেন লিওনেল মেসি, হুয়ান বার্নার্ট, সার্জিও রিকো ও নাথান বিতুমাজালা। তারা এখন আইসোলেশনে আছেন এবং উপযুক্ত স্বাস্থ্য প্রটোকল মেনে চলবেন।’

সোমবার থেকে ফরাসি সরকার নতুন আইসোলেশন নিয়ম জারি করতে যাচ্ছে। যারা পজিটিভ হবেন, কিন্তু টিকা নেওয়া থাকবেন তারা ১০ দিনের পরিবর্তে সাত দিন আইসোলেশনে থাকবেন।

তৃতীয় সারির ক্লাব ভেনেসের বিপক্ষে সোমবার (৩ জানুয়ারি) রাতে হতে যাওয়া ফরাসি কাপ সামনে রেখে করোনা টেস্ট করা হয় পুরো দলের। শনিবার রাতে এক স্টাফের আক্রান্তের খবর মিলেছিল। পরে জানানো হয়, মেসিসহ লেফট ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলকিপার সার্জিও রিকো ও ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিতুমাজালার করোনা শনাক্ত হয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট