চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নারী ভলিবল দলের সদস্যকে শিরশ্ছেদ করলো তালেবান

পূর্বকোণ ডেস্ক

২০ অক্টোবর, ২০২১ | ৯:১০ অপরাহ্ণ

আফগানিস্তানের জাতীয় জুনিয়র নারী ভলিবল দলের এক সদস্যকে শিরশ্ছেদ করা হয়েছে বলে তালেবানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পারসিয়ান ইন্ডিপেন্ডেন্টকে এক সাক্ষাৎকারে দলটির কোচ এই অভিযোগ করেছেন।

হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানিয়ে সুরায়া আফজালি (ছদ্মনাম) জানান, অক্টোবরের শুরুতে মাহজাবিন হাকিমি নামের এক নারী খেলোয়াড়কে হত্যা করেছে। কিন্তু কেউ বিষয়টি জানতে পারেনি। কারণ, তালেবান যোদ্ধারা নিহতের পরিবারকে হুমকি দিয়েছে বিষয়টি কাউকে না বলতে।

দলটির কোচ জানান, দলের মাত্র দুজন খেলোয়াড় আগস্টে আফগানিস্তান ছেড়ে পালাতে পেরেছে। আটকে পড়াদের একজন ছিলেন মাহজাবিন।

কোচের অভিযোগ, তালেবান ক্ষমতা দখলের পর নারী ক্রীড়াবিদদের শনাক্ত ও ধরার চেষ্টা করছে। আফগান নারী ভলিবল দলের সদস্যদের মধ্যে যারা বিদেশে ও দেশে খেলেছেন এবং সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের বিশেষভাবে খুঁজছে তালেবান।

আফজালি জানান, নারী ভলিবল দল ও নারী ক্রীড়াবিদরা খারাপ পরিস্থিতিতে রয়েছে। অনেকেই পালাতে ও আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট