চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জরুরি ভিত্তিতে অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ২:১১ অপরাহ্ণ

অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সংস্থাটির এক বিশেষজ্ঞ প্যানেল তাদের এক বিবৃতিতে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার এসকে এ টিকার অনুমোদন দেয়ার কথা জানায়।

এর আগে ডিসেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের দেয়া এক বিবৃতিতে জানায়, জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকার দুটি সংস্করণ তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকাভুক্তির মাধ্যমে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকা বৈশ্বিকভাবে বিতরণের সবুজসংকেত দিচ্ছে।

এ বিষয়ে ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক মারিয়াঙ্গেলা সিমাও বলেন, এ অনুমোদনের ফলে এখন পর্যন্ত যেসব দেশ টিকা পায়নি, তারা অবশেষে তাদের স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টিকাদান শুরু করতে পারবে।

এদিকে, ডব্লিউএইচও করোনা টিকার অনুমোদন দেয়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এখন অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকার দুটি সংস্করণকে ব্যবহারের জন্য অনুমোদন দেয়ার পাশাপাশি আমদানিরও অনুমোদন দিতে পারবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট