চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

করোনভাইরাস শনাক্তকরণের কিট তৈরি করল ইরান

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : কোনো ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে যে স্বাস্থ্য পরীক্ষা চালানো হয় তাতে এই উপকরণ প্রয়োজন হয়।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এই প্রথম দেশে করোনাভাইরাস শনাক্তকরণের কিট তৈরি করতে সক্ষম হলেন। এর ফলে এই ভাইরাস মোকাবেলা করা সহজ বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা।

ইরানে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছেন আরও ৯৫ জন।
গত বছরের শেষ দিকে করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে। এরপর তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট