চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

বাংলাদেশ-ভারত-পাকিস্তানে হোয়াটসঅ্যাপ ‌‘ডাউন’

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২ | ২:২৮ অপরাহ্ণ

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ব্যবহারকারীরা বার্তা আদানপ্রদান করতে পারছেন না।

বিভ্রাট শনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেকটর নিশ্চিত করেছে, হাজার হাজার ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ আজ মঙ্গলবার ডাউন হয়ে আছে।

বাংলাদেশে একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা হোয়াটসঅ্যাপে কোনো বার্তা আদান-প্রদান করতে পারছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাই, কলকাতা, দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানের হাজারো মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশটির প্রায় ৪০ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ বিভ্রাটে পড়েছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট