চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধুর জন্মদিনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৩ | ৩:২২ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২৩ উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে আগামীকাল শনিবার (১৮ মার্চ) রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ওআর নিজাম রোডে অবস্থিত চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে এই চিকিৎসা সেবা চলবে। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত কোন ফি নেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। একইসঙ্গে তিনি রোগীদের নিবন্ধন করার জন্য ০১৮৯৬-০১২০৬০ ও ০১৮৯৬-০১২০৬১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।

বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, হৃদরোগের অত্যাধুনিক মানের সেবা এখন চট্টগ্রামেই পাচ্ছেন রোগীরা। হৃদরোগীদের চাহিদার একটি বড় অংশই পূরণ করছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। আমাদেরও উদ্যোগী হয়ে সরকারের সহায়ক শক্তি হিসেবে জনগণের সেবা করা প্রয়োজন- এ উপলব্ধি থেকে আমরা হার্ট ফাউন্ডেশন গঠনের উদ্যোগ নিয়েছিলাম। এটির মাধ্যমে এখন আমরা রোগীদের বিনামূল্যে সেবা দিচ্ছি।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট