চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাতের রুক্ষতা দূর করতে যা করবেন 

অনলাইন ডেস্ক

৬ জুলাই, ২০২২ | ১১:১১ অপরাহ্ণ

কোরবানির ঈদে কাজ থাকে তুলনামূলক বেশি। হাত দুটোর ওপর দিয়ে ঝক্কি যায় ঈদের আগে পরে বেশ কয়েকদিন ধরেই। অতিরিক্ত পানির সংস্পর্শে আসার কারণে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও বিবর্ণ। এই রুক্ষতা দূর করতে হাত দুটোর খানিকটা বাড়তি যত্ন নেয়া চাই।

জেনে নিন যেভাবে হাতের রুক্ষতা দূর করবেন:

১) মাংস কাটা, ধোয়া অথবা প্যাকেট করার সময়ে গ্লাভস পরে নেবেন হাতে।
২) কাজ শেষে হাত কুসুম গরম পানিতে ধুয়ে মুছে নিন।
৩) রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার অথবা পেট্রোলিয়াম জেলি মেখে নিন দুই হাতের ত্বকে।
৪) অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে হাতের ত্বকে ঘষে ঘষে লাগান। ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ পানিতে।
৫) লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে হাতের ত্বকে ম্যাসাজ করুন।
৬) ভিটামিন ই অয়েল নখে লাগান সময় নিয়ে।
৭) কলার সঙ্গে মধু মিশিয়ে কনুই পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৮) হাত থেকে মাংসের গন্ধ দূর করতে অর্ধেকটা লেবুর ওপর সামান্য বেকিং সোডা ছিটিয়ে ঘষে নিন।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট