চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘সাশ্রয়ী খরচে’ শিশুদের হৃদরোগের চিকিৎসা এভারকেয়ার হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২১ | ১:৪০ অপরাহ্ণ

জন্মগত শিশুর হৃদরোগসহ স্বল্প ব্যয়ে শিশুদের সকল হৃদরোগের চিকিৎসা সেবা প্রদানের সুবিধা দিচ্ছে বেসরকারি এভারকেয়ার হাসপাতাল। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ঢাকায় এ সংক্রান্ত বিষয়ে একটি ‘সাশ্রয়ী খরচে’ চিকিৎসা সেবা চালু করেছে। পাশাপাশি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালেও শীঘ্রই চালু করতে যাচ্ছে এ সেবা। এমন তথ্য দিয়েছে এভারকেয়ার কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, কোনো রকম সার্জারি না করে ডিভাইসের মাধ্যমে হৃদযন্ত্রের অস্বাভাবিক ছিদ্রও বন্ধ করে দেওয়া হয় এখানে। মাত্র দুই দিনের মধ্যে শিশুরা সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে বলেও জানান চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালের ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরিন বলেন, হার্টের ছিদ্র, জন্মগত বাড়তি নালি, রক্তনালীর সংকুচিত অংশ কিংবা সংকুচিত বাল্বের চিকিৎসার জন্য এখন আর সার্জারির প্রয়োজন হয় না। বর্তমান আধুনিক

চিকিৎসা ব্যবস্থায় সার্জন ও কার্ডিওলজি বিশেষজ্ঞের তত্ত¡াবধানে জন্মগত হৃদরোগের কাঁটাছেড়াহীন চিকিৎসা এখন দেশেই সম্ভব হচ্ছে। ইতোমধ্যে শিশু হৃদরোগ সচেতনতা কর্মসূচি হিসেবে এভারকেয়ার হাসপাতাল ঢাকায় পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে শিশুর হৃদরোগ চিকিৎসায় পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে ফ্রি ডিভাইস এবং ফ্রি বেলুন এর মাধ্যমে শিশুর হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচি চলাকালীন এই অপারেশনটির আনুসাঙ্গিক খরচ বাবদ নির্ধারিত প্যাকেজের মূল্য ৭০,০০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও বিশেষ অফার হিসেবে থাকছে, ২,২০০ টাকায় ইকোকার্ডিওগ্রাফি-এবং ফ্রি কন্সালটেশন। ডা. তাহেলা নাজরিন বলেন, হৃদরোগে শিশু মৃত্যুর হার পর্যালোচনা করলে দেখা যায়, দেশে এর পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার অভাবই এর মূল কারণ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে এই সমস্যা প্রকট। মফস্বলে কার্ডিওলজি বিশেষজ্ঞ তুলনামূলকভাবে কম আর প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এ ধরনের চিকিৎসাসেবা হয়ে পড়েছে শহরকেন্দ্রিক। তবে এভারকেয়ার হাসপাতালে আন্তর্জাতিকমানের তথা আধুনিক যন্ত্র দিয়েই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এরমধ্যে পিলিপসের সেভেন সি ইকো মেশিনের মাধ্যমে ইতোমধ্যে স্বল্পমূলে ইকোকার্ডিওগ্রাফিও চালু রয়েছে। যা চট্টগ্রামেও করা হচ্ছে। এরমধ্যে গত দুইদিন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ৬৭ জন শিশুর হৃদরোগের চিকিৎসা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট