চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

থাইল্যান্ডের র‌্যানং ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১ | ৮:০৫ অপরাহ্ণ

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ এবং থাইল্যান্ডের র‌্যানং বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম এবং থাইল্যান্ডের বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ড. চামনান চেরিথ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য সহজ হবে বলে আশা করা হচ্ছে। এটি বিমসটেক অঞ্চলসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৃহত্তর সংযোগ স্থাপন করবে।

 

সমঝোতা স্মারকটি উভয় পক্ষের ব্যবসায়ীদের আরও বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণে উৎসাহিত করবে। বন্দর ব্যবস্থাপনা, অপারেশন, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, বন্দর সংযোগ, উপকূলীয় শিপিং, বন্দর সম্পর্কিত শিল্প এবং বিনিয়োগের প্রচারে তথ্য বিনিময় ও সহযোগিতার মাধ্যমে উভয় বন্দর উপকৃত হবে।

 

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন