চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

সর্বশেষ:

গোলশূন্য ম্যাচে ডেনমার্ককে রুখে দিল তিউনিসিয়া

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২ | ৯:৩২ অপরাহ্ণ

ইউরোয় গত বছর নিজেদের প্রথম ম্যাচে কী এক দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল ডেনমার্ককে। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। অধিনায়ক সাইমন কিয়ার সঙ্গে সঙ্গে সিপিআর না দিলে এ ভুবনে আর ফিরিয়ে আনা যেত না এরিকসেনকে।
ফিনিশদের বিপক্ষে আকস্মিক ওই ধাক্কা সেদিন কাটিয়ে উঠতে পারেনি ডেনমার্ক। স্ক্যান্ডিনেভিয়ান প্রতিবেশীর কাছে ম্যাচটা হেরেই বসেছিল তাঁরা।

বিশ্বকাপে আজ অবশ্য নিজেদের প্রথম ম্যাচে কোনো অঘটন-অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে হয়নি ডেনমার্ককে। তবে দিনটা নিজেদেরও করতে নিতে পারেনি। আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে ডেনিশদের রুখে দিয়েছে তিউনিসিয়া।
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বাছাই পর্বে দাপট দেখিয়েই বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ডেনমার্ক। ইউরোর সেমিফাইনালে খেলা কাসপার হিউলমান্দের দলটিকে অনেক ফুটবলবোদ্ধা সবচেয়ে সুসংগঠিত বলেছিলেন। সেই দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা তিউনিসিয়ানদের কাছে জয়ের সমতুল্য নয় তো কী!

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট