চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

মঙ্গলে মাটির নিচে মিললো বরফ!

মরিয়ম আকতার

১৯ ডিসেম্বর, ২০১৯ | ৩:০৬ পূর্বাহ্ণ

তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে পরীক্ষা গবেষকরা জানিয়েছেন, মঙ্গল মেরু ও মধ্য অক্ষাংশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মাটির নীচে পানি রয়েছে। তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে মঙ্গলপৃষ্ঠের উষ্ণতা পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পর্যবেক্ষণেই উঠে আসছে মঙ্গলপৃষ্ঠের নীচে কোথায় বরফ রয়েছে।

মঙ্গলে

মহাকাশচারীদের অবতরণের জায়গা খুঁজতে বরফের সন্ধান পেলেন নাসার গবেষকরা। সম্প্রতি আমেরিকান জিওগ্রাফিকাল
ইউনিয়ন নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে এই বিষয়ক এক প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলপৃষ্ঠের মাত্র এক ইঞ্চি নিচেই রয়েছে বরফের আস্তরণ।

গবেষকরা বলছেন, মঙ্গল-পৃষ্ঠে একটা বেলচা মারলেই উঠে আসবে পানি। পানির জন্য মাটি খোঁড়ারও প্রয়োজন নেই। আর

মঙ্গলপৃষ্ঠে এভাবে বরফের আস্তরণ খুঁজেই অবতরণের স্থান পছন্দ করছেন গবেষকরা।
কেন মাটির নীচে বরফাকারে পানি জমে? মঙ্গল গ্রহের এই পানি কেন মাটির নীচে জমা হয়েছে বরফের আকারে?
গবেষকরা জানিয়েছেন, লাল গ্রহের মেরু অঞ্চলে বায়ুম-লের চাপ কম থাকায় মঙ্গলপৃষ্ঠে পানি খুব তাড়াতাড়ি গ্যাসে পরিণত হয়।
তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে পরীক্ষা গবেষকরা জানিয়েছেন, মঙ্গল মেরু ও মধ্য অক্ষাংশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মাটির নীচে পানি রয়েছে। তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে মঙ্গলপৃষ্ঠের উষ্ণতা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই পর্যবেক্ষণেই উঠে আসছে মঙ্গলপৃষ্ঠের নীচে কোথায় বরফ রয়েছে। সেইমতোই অবতরণের উপযুক্ত স্থান কোথায় হবে তা নির্ণয় করতে চাইছে বিজ্ঞানীরা।
[সূত্র : আনন্দবাজার]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট