চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

‘গহীনের গান’

৭ নভেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাকসহ স্টেজ-শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার তাকে একটি পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে দেখা যাবে। নয় ধরনের নয়টি গানের ওপর ভিত্তি করে লেখা হয়েছে ‘গহীনের গান’ সিনেমার চিত্রনাট্য। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ইতোমধ্যে সেন্সরবোর্ডে জমা দেয়া হয়েছে। বাংলাঢোল প্রযোজিত ‘গহীনের গান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরে। পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন। ‘গহীনের গান’ নিয়ে আসিফ আকবর বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পরতা কোনো ছবি নয়। সেন্সরের পর ডিসেম্বরে মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুঁয়ে যাবে।’ সাদাত হোসাইন বলেন, ‘এটি গানের ছবি, একইভাবে গল্পেরও। ছবিটিতে গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিষ্কার করবেন সবাই।’ ‘গহীনের গান’-এ আসিফের সহশিল্পীরা হলেন হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট