চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

১০ শিল্পীর কণ্ঠে বিজয় দিবসের গান

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২১ | ১:০৪ অপরাহ্ণ

মহান বিজয় দিবসকে সামনে রেখে তৈরি হলো বিশেষ এক দেশের গান। ‘লাল সবুজের ফেরিওয়ালা’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীতায়োজনে শোভন রায়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ১০ জন শিল্পী। তারা হলেন লুৎফর হাসান, বাঁধন সরকার পূজা, বেলাল খান, তাসনিম      আনিকা, অবন্তী সিঁথি, মাহতিম শাকিব, মাহদি সুলতান, তাসমি, ঈষিকা ও শোভন রায়। বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর ‘স্টুডিও প্রোটিউন বিডি’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে জানান চ্যানেলটির কর্ণধার প্রসেনজিৎ। তিনি বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল মনের মতো একটা দেশের গান তৈরি করার। আমার পছন্দের ও প্রিয় ১০ কণ্ঠশিল্পীকে দিয়ে গানটি গাইয়েছি। পানাম নগরে শুটিং করছি। ১০ জন গায়ক-গায়িকাই গানচিত্রে অংশ নিয়েছেন।’ গানটির শুটিং সম্পন্ন হয়েছে সোনারগাঁওয়ের পানাম নগরীতে। দিনব্যাপী শুটিং করেছেন শিল্পীরা। এই গান নিয়ে তাদের সকলেই উচ্ছ্বসিত।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট