চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

আমিরাতে দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

ইউএই সংবাদদাতা

৩০ এপ্রিল, ২০২৩ | ১১:৪৩ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের ২ টি বাংলাদেশি কম্যুনিটি স্কুলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা প্রথমদিনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

আবুধাবীর বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবী শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুলে মোট ৩৯ জন ছাত্রছাত্রী এবার এসএসসি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে অংশ নিচ্ছেন। এদের মধ্যে​বিজ্ঞানে ৩২ জন এবং ব্যবসা বিভাগে ৭ জন পরীক্ষা দিচ্ছেন। এদের মধ্যে ১৮ জন ছাত্র ও ২১ জন ছাত্রী। নিয়মিত ৩৩ জন এবং অনিয়মিত ৬ জন পরীক্ষার্থীর মধ্যে আজ কেউ অনুপস্থিত ছিলেন না।

 

আবুধাবিতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব (লোকাল) লুতফুন নাহার নাজিম। স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আবু তাহের দূতাবাসের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন।

 

অপরদিকে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের তত্ত্বাবধানে​রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে এবার মোট ২৮ জন ছাত্রছাত্রী ইংরেজি মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৯ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী।​বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী ছিলেন ২১জন এবং বাণিজ্য বিভাগে ৭ জন।

 

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন দুবাই কনসুলেটের শ্রম সচিব ফাতেমা জাহান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন হবার কথা জানিয়েছেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট