চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

প্রাইভেট কারচাপায় দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২২ | ৬:৪৩ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় প্রাইভেট কারচাপায় কিশোরগঞ্জের আওয়াল ফকির (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আওয়াল ফকির কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা গ্রামের মর্ছব আলীর ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

নিহত আওয়াল ফকিরের ভাতিজা জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন জানান, তার চাচা আওয়াল ফকির দীর্ঘ ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকা প্রবাসী। তিনি সেখানে মুদি ব্যবসা করে আসছিলেন। ছয় মাসের ছুটি নিয়ে আড়াই বছর আগে দেশে এসেছিলেন। পরে আবার দক্ষিণ আফ্রিকায় চলে যান তিনি। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমি পরিবারের পক্ষ থেকে সরকারে কাছে আমার চাচা আওয়াল ফকিরের মরদেহ দেশে আনতে সহযোগিতা কামনা করছি।

জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, আমি আওয়াল ফকিরের সড়ক দুর্ঘটনার খবরটি শুনেছি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট