চট্টগ্রাম সোমবার, ১৩ মে, ২০২৪

সৌদিতে করোনা উপসর্গ নিয়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিতে করোনা উপসর্গ নিয়ে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক

২৭ জুন, ২০২০ | ৭:২৯ অপরাহ্ণ

সৌদি আরবে করোনার উপসর্গ নিয়ে এক প্রবাসী মারা গেছেন। মৃত ওই ব্যক্তির নাম মাহবুবুর হক সরকার (৩৪)। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত আড়াইটায় সৌদি আরবের রিয়াদে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা যান বলে তার মামা সাংবাদিক গোলাম সামদানী জানিয়েছেন। মৃত মাহবুবুর ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরের অলিপুর গ্রামের মরহুম মমিনুল হক সরকারের ছেলে মাহবুবুর।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে আমার ভাগিনা জ্বরে ভুগছিল। তখন থেকেই সে বাসায় চিকিৎসা নিচ্ছিল। এছাড়া ওর কাশিও ছিল। হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেয়। দু’দিন আগে স্থানীয় একটি হাসপাতাল থেকে লোকজন বাসায় এসে তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে যায়। ওই রিপোর্ট পাওয়ার আগে গত রাতে সে মারা যায়।

তিনি জানান, গত ১৪ বছর ধরে মাহবুবুর হক সৌদি আরবের রিয়াদে ছিলেন। তিনি সেখানে কেএফসিতে চাকরি করতেন।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট