চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

হলুদ কার্টিজের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ চাই

২১ ডিসেম্বর, ২০১৯ | ৪:১২ পূর্বাহ্ণ

যারা নিয়মিত বা অনিয়মিত আদালত প্রাঙ্গণে যাতায়াত করেন, তাদের কাছে হলুদ কার্টিজ পেপার বেশ পরিচিত। দেওয়ানি মামলার আর্জি থেকে শুরু করে প্রায় সব আবেদন হলুদ কার্টিজে লেখার মাধ্যমে আদালতে দাখিল করতে হয়। হলুদ কার্টিজের স্বাভাবিক মূল্য প্রতি পিচ মাত্র সাত টাকা। সাত টাকার মধ্যেই সরকারিভাবে তৈরি খরচ, লভ্যাংশ এবং বিক্রেতাদের লভ্যাংশ থাকে কিন্তু বিগত কয়েক মাস যাবত চট্টগ্রাম আদালতে কার্টিজের দাম বৃদ্ধি পেতে পেতে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সরকারিভাবে কার্টিজের দাম বৃদ্ধি পেয়েছে নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়েছে, তা জানে না কেউ। এ নিয়ে মিডিয়া কিংবা কোন মাধ্যমেই আলোচনা নেই। সিন্ডিকেটের মাধ্যমে অধিক দামে বিক্রি হলে এর বিরুদ্ধে নেই কোন কার্যকরী পদক্ষেপ। আইনজীবী, ক্রেতা কিংবা সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকেও এ বিষয়ে কোন অভিযোগ কিংবা আসলে কি হচ্ছে কার্টিজ নিয়ে সে বিষয়ে কোন আলোচনা না থাকায় নীরবেই হাজার হাজার কোটি টাকা গচ্ছা যাচ্ছে সাধারণ নাগরিকদের, যা কাম্য নয়। সরকারিভাবে দাম বেড়েছে নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অধিক মূল্য হাতিয়ে নিচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

জুবায়ের আহমেদ
বাকলিয়া, চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট