চট্টগ্রাম সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

শুরু হলো টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’

২২ জানুয়ারি, ২০২০ | ৪:১৪ পূর্বাহ্ণ

বাংলা ভাষাকে আরো বড় পরিসরে ছড়িয়ে দেবার প্রতিশ্রুতি নিয়ে চতুর্থবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। বাংলায় জাগো ভরপুর এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরই শুদ্ধ বাংলার চর্চাকে নতুন প্রজন্মের কাছে আরো ছড়িয়ে দেবার প্রত্যয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ‘ইস্পাহানি মির্জাপুর’ এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে যা এ বছর আরো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে। চতুর্থ বছরের আয়োজনে বেড়ে যাচ্ছে প্রতিটি পর্বের দৈর্ঘ্য, বড় হচ্ছে স্টুডিওর আয়তন আর যুক্ত হবে নতুন নতুন খেলা। সে সঙ্গে এ বছর আশা করা যাচ্ছে নিবন্ধনের সংখ্যা প্রথমবারের মতো লক্ষাধিক ছাড়িয়ে যাবে । উল্লেখ্য, ২০১৯-এর ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আয়োজনে প্রায় ৮৫ হাজার নিবন্ধন ছিলো যার মাধ্যমে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ পরিণত হয়েছে নিবন্ধনের দিক থেকে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো’তে । নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ‘ইস্পাহানি মির্জাপুর’ বাংলা নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে থাকা বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ যা দেশের জনপ্রিয় টিভি চ্যানেল, ‘চ্যানেল আই’-এ ২০১৭ থেকে প্রচারিত হয়ে আসছে। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। দেশসেরা বাংলাবিদ জিতে নেয় ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি ।

মেধা ও মননভিত্তিক ভিন্ন ভিন্ন বাছাই প্রক্রিয়া পার হয়ে যারা সত্যিকার ভাষা লড়াকু হতে চায় তাদের নিবন্ধন করার জন্যে আহ্বান করা হচ্ছে । ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর চতুর্থ বর্ষের চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি । এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি । প্রাথমিকভাবে এ বছর দেশের সকল বিভাগের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । আটটি বিভাগীয় শহরের সঙ্গে কুমিল্লা শহরে এবারো প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ও নির্বাচিত সেরা ছাত্র-ছাত্রীদের মূল পর্বে নিয়ে আসা হবে । বিভাগীয় সেরা প্রতিযোগীরা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর স্টুডিও রাউন্ডে অংশ নিয়ে বাংলায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যে লড়বে যা পরবর্তীতে চ্যানেল আইয়ের পর্দায় প্রদর্শিত হবে। ২০টি পর্বের আকর্ষণীয় এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে । চতুর্থ বর্ষের জন্যে নিবন্ধন শুরু হয়েছে ২১ জানুয়ারি থেকে যা চলবে ২১ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত । এ উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানির পরিচালক জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি ও এমাদ ইস্পাহানি। প্রধান অতিথি ছিলেন প্রফেসর এমিরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর । বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং ইস্পাহানি টি লিমিটেড-এর মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ ইস্পাহানি ও চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট