চট্টগ্রাম-১০ আসনের এমপি প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে তা দেশের সকল মানুষের জন্য কল্যাণকর হবে। এই পদ্ধতিতে ছোট দল, বড় দলের ভেদাভেদ থাকবে না। প্রত্যেকটি ভোটের প্রকৃত মূল্য নির্ধারিত হবে। সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে। এতে বিচারিক ও রাজনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।
শনিবার (৫ জুলাই) নগরীর ১৩ নম্বর পাহাড়তলী প্রশাসনিক ওয়ার্ড জামায়াত আয়োজিত আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া।
ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা ফারুক হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ বাহারী।
তিনি বলেন, এই অন্যায়, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করা আশুরার মূল শিক্ষা। ইমাম হোসাইন যেমন রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আমরাও তেমন সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব।
পূর্বকোণ/জেইউ/পারভেজ