চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৪৬৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সিডিএ’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ের উপর মোট ১৬টি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা হয়। সভার সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম
বোর্ড সভার আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সিডিএ’র বিপনী বিতানস্থ এ-ব্লক ও নিউ এ-ব্লকের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দোকান বরাদ্দ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় আগ্রাবাদ জাদুঘর সংলগ্ন লালখান বাজার হতে ডাউনওয়ার্ড র্যাম নির্মাণের কাজের বিষয়ে প্রস্তাবনা ও আলোচনা। সিডিএ’র বাস্তবায়িত “ডেভেলপমেন্ট অফ রোড নেটওয়ার্ক এট মোহরা” প্রকল্পের আওতায় দেওয়ান মহসীন রোড (চেয়ারম্যান বাড়ী) হতে মোহরা জ্বালানী স্টেশন পর্যন্ত রাস্তা নির্মাণ ও আনুষঙ্গিক কাজ (পট-১১) এর ঠিকাদারের বিল প্রদান। বিপনী বিতানে ৭তলা বিশিষ্ট ডিজিটাল কার পার্কিং ও পার্কিং স্পেন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ এর ইজারা দেয়া
কল্পলোক আবাসিক এলাকার রাস্তা ব্যবহার প্রসঙ্গে। বায়েজিদ বোস্তামী রোড সম্প্রাসারণ ও উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের আওতায় অবরাদকৃত জমি সংক্রান্ত। প্যানেল আইনজীবী নিয়োগ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন খন্ডজমির ব্যবস্থাপনা সংক্রান্তের সুপারিশসমূহ। সিডিএ’র সাবেক স্টেনোগ্রাফার হাবিবুর রহমানকে চাকুরিতে পুর্নবহালের আবেদন সংক্রান্ত। চট্টগ্রাম মেট্রোপল্টিান পুলিশ (সিএমপি) এর কর্ণফুলী থানা ভবন নির্মাণের জন্য কর্ণফুলী সিডিএ আবাসিক এলাকায় বিদ্যমান ০.২৫ একর জমি সংলর আরো ৪.৫০ একর জমি বরাদ্দের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন।
পূর্বকোণ/এএইচ