বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেছেন, জুলাই সনদ বাংলাদেশের জনগণের প্রাণের দাবি। এর দ্রুত বাস্তবায়নের মাধ্যমে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় দেওয়ান বাজারের চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের নাগরিকদের ভোটাধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করছি, ২০২৬ সালের অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন একটি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। সেই প্রত্যাশা পূরণ হলে আগামীর নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করা যায়। ২০২৬-এর এই নির্বাচন আগামীর বাংলাদেশ কেমন হবে, তা অনেকটা নির্ধারণ করবে। তাই সকল নাগরিককে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমরা মনে করি, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজত এবং সমৃদ্ধ দেশ গঠনে ইসলামপন্থীরা অধিকতর প্রতিশ্রুতিশীল। তাই একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থীদের পক্ষে জনগণকে রায় দেওয়ার আহ্বান জানাই।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। জুলাই চেতনা বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করতে আজ ইসলামী জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা আরো সুসংহত করতে হবে। এবং ১৯ জুলাই ঢাকায় জামায়াতের মহাসবাবেশে উত্তর জেলার সকল জনশক্তিকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানাই।
উক্ত কর্মপরিষদ বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, কর্মপরিষদ সদস্য ড. আব্দুল হামিদ চৌধুরী, ইউসুফ বিন আবু বক্কর, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, অধ্যক্ষ নুরু নবী, আব্দুল কুদ্দুছ, মাওলানা বোরহান উদ্দিন, জসিমুউদ্দীন আজাদ, মাওলানা জামাল হোসাইন, মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ