চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

পটিয়া থানার ওসিকে অপসারণের আশ্বাসে অবরোধ তুললো আন্দোলনকারীরা
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ কর্মসূচি

পটিয়া থানার ওসিকে অপসারণের আশ্বাসে অবরোধ তুললো আন্দোলনকারীরা

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০২৫ | ১০:০৫ অপরাহ্ণ

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে অপসারণের আশ্বাসে প্রায় ১১ ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ তুলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

 

বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ খুলশীতে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কথা বলে এ আশ্বাস দেন।

পটিয়ায় মহাসড়কে অবস্থানরত আন্দোলনকারীরা আবরোধ তুলে নেন। আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, আপাতত শান্তিপূর্ণভাবে রাস্তা ছেড়ে দিচ্ছি। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ওসি প্রত্যাহার করা না হলে, পুরো চট্টগ্রাম শহরজুড়ে ব্লকের কর্মসূচি পালন করা হবে।

এর আগে দুপুর ৩টা থেকে আন্দোলনকারীরা খুলশীতে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং ৪টা থেকে মূল সড়ক অবরোধ করে। অন্যদিকে সকাল থেকেই পটিয়া থানার সামনে এবং মহাসড়কে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। দীর্ঘ সময় দুই জায়গায় সড়ক অবরোধ চলায় যান চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়।

 

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পটিয়ার শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে ধরে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু তার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট