চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

নিজস্ব ব্যবস্থাপনায় ৬ মাস চলবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল
চট্টগ্রাম বন্দর

নিজস্ব ব্যবস্থাপনায় ৬ মাস চলবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

অনলাইন ডেস্ক

১ জুলাই, ২০২৫ | ১০:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে বন্দর কর্তৃপক্ষ। তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌ বাহিনীকে দেয়া হবে কি না সে বিষয়ে আগামীকাল বুধবার (১ জুলাই) সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়।

 

আগামী ৬ জুলাই এনসিটি পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের মেয়াদ শেষ হচ্ছে। এরপর দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এটির দায়িত্ব দেয়া নিয়ে আলোচনা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনার পর আপাতত ভিন্ন চিন্তা করছে অন্তর্বর্তী সরকার।

 

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় নৌ-বাহিনীর সহায়তা নেয়া হতে পারে। তবে দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে শেষ পর্যন্ত এনসিটির দায়িত্ব কারা পাচ্ছেন তা আগামীকাল বুধবার নির্ধারিত হবে।

 

এর আগে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সার, এলএনজি, জলযান ক্রয়, সড়ক সংস্কার ও আশ্রয়কেন্দ্র নির্মাণসহ ১৫টি প্রস্তাব অনুমোদন হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট