বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ব্যতিক্রমী উদ্যোগে ১ জুলাই (সিপিআই) ক্যাম্পাসে আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবির নগর সভাপতি তানজির হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন সিএসটিআই প্রধান নির্বাহী ও পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিবির নগর সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবনের জন্যও আশীর্বাদস্বরূপ। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, ১ জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী গণজাগরণের ফল। এই দিনে পরিবেশবান্ধব কর্মসূচি আয়োজন করে ছাত্রশিবির প্রমাণ করেছে, তারা অতীতের সংগ্রামের চেতনা আজকের প্রয়োজনীয় কাজের সঙ্গে যুক্ত করতে চায়।
আয়োজন শেষে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পরিবেশ সুরক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ