সিএসটিআই পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত ‘সিএসটিআই ইন্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইলেকট্রিক্যাল টেকনোলজি ও সিভিল টেকনোলজি বিভাগ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন টিটিসি মাঠে। মূল সময় শেষে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টানটান উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় লাভ করে ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ছাত্রদল। তাদের এই কৃতিত্বপূর্ণ জয়ে উল্লাসে মেতে উঠে দল ও সমর্থকরা। ৩০ জুন অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সিএসটিআই পলিটেকনিক ইনস্টিটিউট-এর প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মাহাবুব হাসান রুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা চাটগাঁবাসী’ সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাংবাদিক এবিএম ইমরান এবং ডিফেন্ট বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসটিআই-এর প্রিন্সিপাল প্রকৌশলী মাহবুবুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান প্রকৌশলী মুহাম্মদ মোজাম্মেল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন কম্পিউটার টেকনোলজি বিভাগের প্রধান প্রকৌশলী সাইদুল আলম, সিভিল বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ইবরাহীম, এবং মেকানিক্যাল বিভাগের প্রধান তৌহিদুল ইসলাম।
আয়োজকদের সমন্বিত প্রচেষ্টা, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় গোটা টুর্নামেন্টটি হয়েছে সুন্দর, জমজমাট ও সুশৃঙ্খল। এই আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/জেইউ/আরআর/পারভেজ