চট্টগ্রামে জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত একটি ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। তবে ট্যাংক ওয়াগনগুলো খালি থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১টার দিকে নগরীর সল্টগোলার এমবিপি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, তেল আনার জন্য চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে নিউমুরিং এলাকায় ডিপোতে যাওয়ার পথে এমবিপি গেট এলাকায় ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ওয়াগনগুলো উদ্ধারের কার্যক্রম শুরু হয়।
আজ শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা পর্যন্ত ৩টি ওয়াগন উদ্ধার করা হয়। এরপর দুপুরে অপর ওয়াগনটি উদ্ধার করা হয়েছে। নিউমুরিং এলাকা থেকে তেল নিয়ে তেলবাহী ট্যাংকগুলো চট্টগ্রামের হাটহাজারী ও দোহাজারী এবং সিলেট ও রংপুরে পাঠানো হয়।
নিউমুরিং স্টেশন মাস্টার মোহাম্মদ আলাউদ্দিন জানান, সিজিপিওয়াই থেকে বৃহস্পতিবার রাতে ট্যাংক ওয়াগনগুলো নিউমুরিং এলাকায় তেল ভরার জন্য নেওয়ার পথে লাইনচ্যুত হয়। শুক্রবার দুপুরে তেল নেওয়ার পর বিকেলে গন্তব্যে রওনা দেওয়ার কথা ছিল। এর আগে খালি ওয়াগনগুলো তেল নেওয়ার জন্য যাওয়ার পথে নিউমুরিং এলাকায় ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ