চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

জাতীয় সম্পদ রক্ষার দাবিতে চট্টগ্রাম অভিমুখে বামপন্থিদের রোড মার্চ

অনলাইন ডেস্ক

২৭ জুন, ২০২৫ | ৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের পরিচালনায় বিদেশি কোম্পানির অংশগ্রহণ ঠেকানো এবং রাখাইন রাজ্যে মানবিক করিডোর বন্ধের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রোড মার্চ শুরু করেছে বিভিন্ন বামপন্থি ও প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন।

শুক্রবার (২৭ জুন) সকালে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচির শুরু হয়।

জানা গেছে, প্রথম দিন ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও হয়ে বিকেলে কুমিল্লার টাউন হল ময়দানে সমাবেশ করবে।

দ্বিতীয় দিন সকাল ৯টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে মীরসরাই পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করবে। সেখান থেকে বিকেল ৫টায় চট্টগ্রাম কাস্টমস হাউজে সমাপনী সমাবেশ করে তাদের রোড মার্চ কর্মসূচির সমাপ্তি করবেন। পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে চট্টগ্রাম কাস্টমস হাউজে গিয়ে তার সমাপ্তি করবে।

রোডমার্চ পূর্ব সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন বলেন, ‘চট্টগ্রাম বন্দর কোনো ভাবেই বিদেশিদের হাতে দেয়ার সুযোগ নেই। যেকোনো মূল্যে জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। রাখাইনে করিডোর দেয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। তাই দেশের জন্য এমন হুমকি প্রতিহত করা হবে।’

এর আগে ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রায় সবার হাতেই দেখা যায় প্ল্যা-কার্ড ও ব্যানার।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট