রাফা সীমান্ত দিয়ে আসা নির্যাতিতদের চিকিৎসা দিতে বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের (আশ ফাউন্ডেশন) সাথে মিশরের কায়রোর নাসের সিটির এল জুদি মেডিকেল সেন্টারের গুরুত্বপূর্ণ চুক্তি ও মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তর প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ জুন) রাত ৮টায় দেশটির কায়রোস্থ মেডিকেলের কনফারেন্স রুমে এল জুদি মেডিকেলের প্রধান নির্বাহী ডা.সাইদ মাহমুদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ফাউন্ডেশনের স্থানীয় দায়িত্বশীল ও মেডিকেলে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় আশ ফাউন্ডেশন এল জুদি মেডিকেল সেন্টারের ফ্যাসিলিটি বৃদ্ধিতে অর্থায়ন করবে। অপরদিকে আশ ফাউন্ডেশনের রেফারেন্সে আসা গাজার নির্যাতিতদের বিনামূল্যে ও ক্ষেত্রবিশেষে স্পেশাল ডিসকাউন্টে প্রাথমিক চিকিৎসা সেবা, নরমাল ডেলিভারি, সিজার অপারেশন ও মাইনর অপারেশন করাবে এল জুদি মেডিকেল সেন্টার।
আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, রবিবার চুক্তি স্বাক্ষরের পর আশ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের মানুষের ভালোবাসার অর্থ দিয়ে এল জুদি মেডিকেল সেন্টারকে প্রাথমিকভাবে রিমোট কন্ট্রোল অপারেটেড দুটি আধুনিক হসপিটাল বেড ও অপারেশন থিয়েটারের জন্য চাহিদা অনুযায়ী একটা আধুনিক মেশিন হস্তান্তর করা হয়। সেবার প্রয়োজন অনুযায়ী ধারাবাহিকভাবে হসপিটালের ফ্যাসিলিটি বৃদ্ধি অব্যাহত থাকবে।
তিনি বলেন, বর্তমানে প্রায় দেড় লক্ষ গাজার নির্যাতিত মুহাজির রাফা সীমান্ত দিয়ে এসে মিশরে অবস্থান করছে। এর মধ্যে বহু রোগী রয়েছে যারা সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। গাজা থেকে আসা রোগীদের সেবায় আশ ফাউন্ডেশনে বাংলাদেশের মানুষের ভালোবাসার নিয়মিত অংশগ্রহণে আগামীতে বহু সংখ্যক নির্যাতিত গাজাবাসীকে সেবা দেয়া যাবে।
উল্লেখ্য, গাজার নির্যাতিত মানুষের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও আশ ফাউন্ডেশন ইউএসএ ২০২৩ সালের অক্টোবর থেকে বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে নির্যাতিত গাজাবাসীর সহযোগিতায় বিবিধ মানবিক কর্মসূচি শুরু করে। অদ্যাবধি চলমান বিবিধ জরুরি প্রোগ্রাম তথা জরুরি খাবার, পানি, চিকিৎসা সেবা, অপারেশন, তাঁবু স্থাপন, টয়লেট স্থাপন, মসজিদ নির্মাণ, সোলার বিদ্যুৎ প্রকল্প, কুরবানি, এতীমখানা ও অন্যান্য বিবিধ জরুরি মানবিক কর্মসূচি চলমান রয়েছে।
পূর্বকোণ/জেইউ