চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৫১টি কাপড়ের রোলসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. আকবর আলী (২৬), মো. শহিদুল ইসলাম জীবন (২৭), মো. আব্দুল করিম হৃদয় (২৭) ও মো. হাছান (২৬)।
রবিবার (১৫ জুন) রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গত ৬ জুন বিকাল সাড়ে ৪টায় হালিশহরের বড়পুল এলাকার একটি গোডাউনের সামনে ২২০টি কাপড়ের রোল ভর্তি একটি কাভার্ডভ্যান রেখে চালক ঈদ করতে বাসায় যায়। পরে ৮ জুন বিকেলে চালক এসে দেখে গাড়ির লক খোলা। বিষয়টি চালক মালিকপক্ষকে জানালে তারা দ্রুত এসে দেখেন গাড়ি থেকে ৫১ রোল কাপড় চুরি হয়। এ ঘটনায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে হালিশহর ও বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। এরপর তাদের দেয়া তথ্যমতে টেরিবাজার এলাকার একটি গোডাউন থেকে এসব কাপড় উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে বন্দর কেন্দ্রিক চোর চক্রের সক্রিয় সিন্ডিকেট গড়ে তুলেছে তারা। বিভিন্ন দেশ থেকে আমদানী করা পণ্য সামগ্রী পরিবহনের সময় পথিমধ্যে গাড়ি থেকে সু-কৌশলে চুরি করে চোরাই মালামাল অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ৫১টি কাপড়ের রোলের মূল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/পিআর