চট্টগ্রাম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে সরকারি ল্যাবে ফের করোনা পরীক্ষা শুরু
ফাইল ছবি

চট্টগ্রামে সরকারি ল্যাবে ফের করোনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫ | ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সরকারি ব্যবস্থাপনায় আবারও করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এ কার্যক্রম চালু হয়। প্রথম দিনেই চমেক ল্যাবে ২৭ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়। যাকে পরবর্তীতে চিকিৎসক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

 

দেশে প্রথম করোনার মহামারি শুরু হওয়ার পর চট্টগ্রামে সরকারি পর্যায়ে কোভিড পরীক্ষার সুবিধা ছিল। কিন্তু তা ধীরে ধীরে উন্নতি হওয়ায় একসময় ল্যাবগুলো বন্ধ হয়ে যায়। তবে গত কয়েকদিন ধরে সারাদেশের মতো চট্টগ্রামেও করোনার সংক্রমণ বাড়তির দিকে। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল আর রোগনির্ণয় কেন্দ্রে এবং চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে বাড়ছিল সর্দি-জ্বর, শ্বাসকষ্টের রোগীর সংখ্যা। যার কারণে সরকারি পর্যায়ে ফের কোভিড পরীক্ষার কার্যক্রম শুরুর উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ।

 

ফলে চট্টগ্রামে সরকারি ল্যাবগুলোতে পরীক্ষা কার্যক্রম আবারও শুরু করতে গত ১২ জুন রাতে ঢাকা থেকে নতুন করে কিট পাঠানো হয়। প্রথম পর্যায়ে চমেক হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিতরণ করা হয় এসব কিট। যা দিয়ে গতকাল থেকে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়। কার্যক্রমের শুরুর প্রথদিনে চমেক হাসপাতালে একজনের নমুনা পরীক্ষা করা হয়। আর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পরীক্ষা করা হয় ২ জনের নমুনা।

 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দীন জানান, প্রথম দিন পরীক্ষামূলকভাবে এক রোগীর নমুনা পরীক্ষা করা হয়। সেটাই পজিটিভ আসে। তবে এখনই ঢালাও পরীক্ষা নয়। চিকিৎসকের বাছাই করা রোগীদের নমুনা পরীক্ষাই করা হবে। প্রাথমিকভাবে কিছু কিট এসেছে, আরও আসবে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেন বলেন, রবিবার দু’টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দুটি ফলাফলই নেগেটিভ এসেছে। আপাতত চিকিৎসকের পরামর্শ ছাড়া পরীক্ষা করা হচ্ছে না।

 

একদিনে ৯ জনের করোনা শনাক্ত: চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২৪ ঘণ্টার (রবিবার সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার বিভিন্ন হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, নগরীর এপিক হেলথকেয়ারে ৪ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, এভারকেয়ার হাসপাতালে ২ জন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গত ৯ দিনে চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

 

এদিকে, চমেক হাসপাতালের ল্যাবে শনাক্ত হওয়া ২৭ বছর বয়সী ওই যুবকের তথ্য আজ সোমবার প্রকাশিত প্রতিবেদনে যুক্ত হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

 

ভর্তি থাকা তিন রোগীর অবস্থা স্থিতিশীল: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি থাকা তিন রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন জানান, তিনজনের মধ্যে কেউ এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় নেই। তবে সবাই আগে থেকেই শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। নতুন করে কেউ আসেনি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট