চট্টগ্রামের খুলশীতে অভিযান চালিয়ে চোরাই মোবাইলফোন চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কে এম মেহেদী হাসানের (৩৫) বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে যুক্ত ছিল। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়।
পূর্বকোণ/ইব/এএইচ