চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

অনুষ্ঠিত হলো মৌলভী আমানত খান পরিবারের ৫ম মিলনমেলা

অনলাইন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবার মৌলভী আমানত খান পরিবার। বর্ণাঢ্য আয়োজনে ২২ ফেব্রুয়ারি নগরীর চৌমুহনী রেংকন টাওয়ার খান প্লাজার ১৭ তলায় রুপটপে অনুষ্ঠিত হলো মৌলভী আমানত খান পরিবারের ৫ম মিলনমেলা। নেচে, গেয়ে, আড্ডায় মেতে উঠেন খান পরিবারের সদস্যরা। স্মৃতিচারণে উঠে আসে অতীতের দিনগুলোর কথা। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আকরাম খানের পুত্র কাউন্সিলর নিয়াজ মোহম্মদ খান।

 

মিলনমেলায় অংশ নেন ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান, আকমাম খান, ড. শাহনেওয়াজ খান, ড. ফয়েজ খান, ডাক্তার আয়েশা খান, এনায়েত উল্লাহ খান, ড. নিজাম উদ্দিন, শামা খান, সালাউদ্দিন খান, মোসলেহ উদ্দিন খান, আজম খান, ড. রিজওয়ান খান, ড. নাছিমা খানম, ড. ফাহমিদা খানম, জাহানারা খানম, ফারহান খান, সাইফ উল ইসলাম, ডাক্তার আয়েশা খান, ইফাজ খান, জাহাঙ্গীর সাদাত, মো. আউয়ুব, এস এম ফজলুল হক, রওশন জাহান খানম, জাহানারা খানম, ছৈয়দা খানম, ড. হাসান মাহমুদ, ফৌজিয়া প্রমুখ।

 

মৌলভী আমানত খান পরিবারের সন্তানরা রাজনীতি, সমাজনীতি ও কর্মক্ষেত্রে রাখছেন অসমান্য অবদান। খান পরিবারের সন্তানরা ডক্টরেট, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, ডাক্তার, সচিবসহ বিভিন্ন পদে সুনামের সাথে কাজ করছেন। দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন। র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট