চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কিছুটা কমেছে মুরগির দাম, অপরিবর্তিত সবজি

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

প্রবাদ আছে, ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। তীব্র শীতের সেই ‘মাঘ’ মাস এসেছে বাংলার প্রকৃতিতে। আর শীত মানেই কাঁচা বাজারে বাহারি সবজির পসরা। ভরা মৌসুম হওয়ায় দামও থাকে ক্রেতাদের নাগালের মধ্যে। বন্দরনগরীর কাঁচা বজারেরও একই চিত্র। অল্প টাকাতেই মিলছে ব্যাগভর্তি সবজি। অপরিবর্তিত আছে প্রায় সব সবজির দাম। গত সপ্তাহের মতো এ সপ্তাহে ৫০ টাকার মধ্যেই মিলছে অধিকাংশ সবজি। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সবজির মধ্যে ফুলকপি ৩০, বাঁধাকপি ২০, লাউ ও মিষ্টি কুমড়া ৩০, মুলা ২০, খিরা ও গাজর ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচ, টমেটো, শিম ও বেগুন ৫০ টাকা, আলু ৪০-৬০, শিমের বিচি ১২০, বরবটি ও করলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

গতকাল বিকেলে নগরীর ২ নম্বর গেট কর্ণফুলী কমপ্লেক্স কাঁচা বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী পারভেজ উদ্দিন বলেন, সবজির দাম কম আছে দেখে স্বস্তি পাচ্ছি। সরবরাহ সবসময় যেন এরকম স্বাভাবিক রাখা যায় সেটা দেখতে হবে। শীতকালীন সবজি সংরক্ষণের উদ্যোগ নিলে অন্যান্য সময়ও ভালো সরবরাহ পাওয়া যাবে হয়তো।

 

অপরিবর্তিত আছে পেঁয়াজ রসুনের দামও। গতকাল নগরে ৬৫-৭০ টাকা পেঁয়াজ ও ২০০-২২০ টাকা কেজিতে রসুন বিক্রি করা হয়েছে। তবে বাড়তে থাকা মুরগির দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। নগরে ব্রয়লার মুরগি ১৯০, সোনালি ৩৫০ এবং দেশি ৫৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

অন্যদিকে মাছের মধ্যে লইট্টা ২৫০-৩০০, বেলে ৩০০-৪৫০, রূপচাঁদা এক হাজার, তাইল্যা ৫৫০, কোরাল ৬০০, রুই ৩৮০, কাতল ৩৫০ এবং লাল পোয়া মাছ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট