চট্টগ্রাম শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে চাকরি মেলায় ৩৭৫ প্রতিবন্ধীর সাক্ষাৎকার নিল ২০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

১ নভেম্বর, ২০২৪ | ১১:৪৬ পূর্বাহ্ণ

বড় হল রুমে এক ছাদের নিচে ছোট ছোট স্টল সাজিয়ে বসে আছেন শীর্ষ কর্পোরেট হাউসগুলোর কর্মকর্তারা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা একে একে আসছেন। স্টলের নির্দিষ্ট বক্সে সিভি জমা দিয়ে কর্মকর্তাদের সাক্ষাৎকার দিচ্ছেন। এক ছাদের নিচে বসে ২০টি বড় প্রতিষ্ঠানে এভাবেই একের পর এক চাকরির সাক্ষাৎকার দেন চট্টগ্রামের ৩৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তি। বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবিকা ও কর্মসংস্থানের লক্ষ্যে নগরীতে আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় এই সুযোগ পান তারা।

 

গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সিবিশন হলে বাংলাদেশ বিজনেস এন্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছেন- চাকরিপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তি এবং নিয়োগদাতা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরিতে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় যারা সাক্ষাৎকার দিয়েছেন- তাদের মধ্য থেকে যোগ্যদের বাছাই করে আগামী ১ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরমধ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে।

 

এক ছাদের নিচে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সাক্ষাৎকার দিতে পেরে খুশি মেলায় অংশ নেয়া প্রতিবন্ধীরাও। তাদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করা আবু শাহেদ। জন্মগত অন্ধ এই চাকরিপ্রার্থী বলেন, এই ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তবে সাক্ষাৎকার নেয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া শেষ হলে আরও ভালো লাগতো। যোগ্য প্রার্থীদের খুব দ্রুতই কাজের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন মেলায় অংশ নেওয়া দেশের অন্যতম বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের সিনিয়র ম্যানেজার পুরবী দাশ। তিনি জানান, যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের মধ্য থেকে একটি শর্ট লিস্ট করেছি আমরা। খুব দ্রুতই যোগ্যতা অনুযায়ী তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

 

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার পাশা। তিনি বলেন, কাউকে পেছনে রেখে সামনে এগোনো যায় না। সমাজে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের এগিয়ে নিতে আমাদের দায়িত্ব নিতে হবে। মানবিক দায়িত্ব পালন করতে হবে। প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সরকার কাজ করছে জানিয়ে আনোয়ার পাশা বলেন, কর্পোরেট হাউসগুলোকেও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে হবে। আমি আশা করবো এখানে যেসব কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে তাদের পাশাপাশি প্রত্যেকেই এই বিষয়ে ইতিবাচক সাড়া দেবেন। এই মেলা চাকরিদাতা ও চাকরিপ্রার্থীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

 

আজিজা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিডিবিএনের এডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুডস ও চাইল্ড পোভার্টি প্রোগ্রামের পরিচালক তানিয়া শারমিন, আইএলও ঢাকার প্রোগ্রেস প্রকল্পের চিফ টেকনিক্যাল এডভাইজার পিটার বেলেন, প্রয়াস চট্টগ্রামের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মো. মাহবুব মোর্শেদ প্রমুখ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট