চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ-পাহাড় কাটায় চসিকের ২ কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩৭ অপরাহ্ণ

পাহাড়ে অবৈধভাবে আবাসন প্রকল্প ও পাহাড়-টিলা কেটে প্লট বিক্রি এবং সড়ক-উপসড়ক নির্মাণের দায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় মামলা দায়ের করেন। 

মামলায় মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫), সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (৫৫), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যনেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুকেসহ আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট