চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কাজ করছে না এসি, ৩০ মিনিট আকাশে উড়ে যাত্রী নামিয়ে দিল বিমান

অনলাইন ডেস্ক

১১ জুলাই, ২০২৪ | ৮:৪০ অপরাহ্ণ

এসি কাজ না করায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আকাশে উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পরে আবারো ফিরে আসে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়নের পর যাত্রীদের আবারো ঢাকায় নামিয়ে দেয় বিমানটি। 

এ ঘটনার ১ ঘণ্টার পর যাত্রীদের বিকল্প আরেকটি ফ্লাইটে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। 

বৃহস্পতিবার (১১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ঘটনার পর সেই প্লেনটির এসি সংস্কারের জন্য হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।

সম্রাট নামে এক যাত্রী জানান, ‘বাংলাদেশ বিমানে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি, এসি চলতেছে না। সবাই ঘেমে যাচ্ছিল। বিমান ছাড়ার আগে এসি না চলার একাধিক অভিযোগের জবাবে পাইলট সরি বলে বক্তব্য শুরু করল। এরপর বলেন- বিমান উড়া শুরু করলে ঠাণ্ডা বাতাস শুরু হবে। বিরক্ত হয়ে এইরকম একটা সার্ভিসে ২০ মিনিট এসি-ফ্যান ছাড়া বসিয়ে রাখার কারণ জানতে আমি এয়ারহোস্টেসের সাথে কথা বলছি!’

তিনি আরো জানান, ‘পুরো পথে এসি নষ্ট ছিল। পাইলট কয়েকবার সরি বলে ঘোষণা দিয়েছে, কেবিন ক্রুদের দিকে তাকানো যাচ্ছে না। মানুষের প্রশ্নবাণে তারা তটস্থ। আমাদের ৩০ মিনিট আকাশ ঘুরিয়ে আবার ঢাকায় নামিয়ে দিয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, এই ফ্লাইটের যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিকল্প ফ্লাইটে চট্টগ্রাম নিয়ে গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট