চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

আল্লামা রুমি সোসাইটি’র সেমিনার

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে বাংলার রুমি ও সুফী সাধক সৈয়দ আহমদুল হক (র.)’র ৮ম ওফাত বার্ষিকী স্মরণে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম’র লালখান বাজারস্থ রুহ আফজা কুটিরে অসাম্প্রদায়িক চেতনার রূপকার বাংলার রুমি সৈয়দ আহমদুল হক শীর্ষক সেমিনার ও আলোচনা সভা সংগঠনের উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ’র অধ্যাপক ড. মো. নূরে আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এম শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে.এম. সাইফুল ইসলাম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালী বিভাগের অধ্যাপক ড. জীনবোধী ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান। এড. সৈয়দ মো. ইমরান খানের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন আল্লামা রুমি সোসাইটি’র মহাসচিব সৈয়দ মোহাম্মদ সিরাজদৌল্লাহ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিআইইউ উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বাংলার রুমি খ্যাত সৈয়দ আহমদুল হক-এর দর্শনের সাথে, রবীন্দ্রনাথ, নজরুল, হাফেজ, খাইয়াম, ফেরদৌসি, সাদী, কালিদাস, শেক্সপীয়র এবং মাইকেল প্রমূখ শ্রেষ্ঠ কবি-সাহিত্যিকদের দর্শনের মিল রয়েছে। তাঁরা সকলেই প্রেম দর্শনের মাধ্যমে সমগ্র বিশ্বে আজও খ্যাতিমান। সৈয়দ আহমদুল হকের ব্যক্তিগত জীবনাচরণ এবং চিন্তা রাজ্যে ছিলেন একান্ত অসাম্প্রদায়িক। সুফিতত্ত্বের প্রচার, প্রসার ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা রুমি সোসাইটি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট