চট্টগ্রাম নগরীর খুলশীতে পাহাড়ের মাটি কাটায় মো. গিয়াসউদ্দিন নামে একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১৭ জুন) বিকাল ৪টায় খুলশীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বাগঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
তিনি বলেন, লালখান বাজার ওয়ার্ডের বাগঘোনা এলাকায় বৃষ্টির মাঝে কোদাল দিয়ে মাটি কাটা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পাই। এ সময় ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান পরিবেশ সংরক্ষণ ও পাহাড় রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ