চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে ফেনসিডিল-গাঁজাসহ ৩ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৩ | ৪:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থেকে ফেনসিডিল ও গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৪ জুন) গ্লাসকো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব ডিমাতলী গ্রামের মৃত শাহ আলমের মেয়ে রিনা আক্তার নিপু (২০), আবুল কালামের মেয়ে মোছা. তানিয়া বেগম (২০) ও মৃত সোলায়মানের মেয়ে রাবেয়া বেগম (২৫)।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গ্রেপ্তার আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা ফেনীর সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে অধিকমূল্যে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে আকবর শাহ থানাধীন গ্লাসকো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট