চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর : ছাত্রদলের সাবেক নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর মামলার অন্যতম আসামি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নোসাদ আল জাসেদুর রহমানকে (৩৪) দেশীয় দোনালা বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় এ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন।

 

তিনি জানান, নোসাদ আল জাসদ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তিনি বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলার অন্যতম আসামি। গতকাল রাত সাড়ে ৯টায় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও, কোতোয়ালী, বাকলিয়া ও চকবাজার থানা কর্তৃক মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে নোসাদ আল জাসদের দেয়া তথ্যমতে দিবাগত রাত ৩টায় কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া রোডের অফিসার ক্লাবের পশ্চিম পাশে একটি ক্লিনিকের সামনে টিনের বেড়ার পোশে ঝোঁপের ভেতর থেকে একটি একনলা এলজি উদ্ধার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে আসামি আরও জানায়, কাজির দেউড়ি মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুবদল কর্তৃক আয়োজিত দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশকে কেন্দ্ৰ করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে জামালখান এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের ম্যুরাল ভাঙচুরের ঘটনার নেতৃত্ব দেয় সে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট