চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

জাতীয় নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী চট্টগ্রামের বৈশাখী

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২ | ২:৩৮ অপরাহ্ণ

বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতার উচ্চাঙ্গ নৃত্যে ওড়িশি ‘গ’ বিভাগে সেরা নৃত্যশিল্পীর পুরষ্কার জিতেছেন চট্টগ্রামের মেয়ে বৈশাখী বড়ুয়া। একইসঙ্গে ওই বিভাগে সেরা দলের পুরষ্কার জিতেছে তার দল চট্টগ্রাম ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার (ওটিডিএমসি)।

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠানটির সপ্তম আসরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ‘গ’ বিভাগের প্রতিযোগিতায় চট্টগ্রাম থেকে নৃত্যশিল্পী প্রমা অবন্তীর তত্ত্বাবধানে অংশ নেয় বৈশাখী ও তার দল। দলের অন্য সদস্যরা হলেন- শ্রাবণী, অর্পিতা, ইউশা ও পৃথা।

 

বৈশাখী বড়ুয়া চট্টগ্রাম সরকারী সিটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জয়ে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘নৃত্য আমার কাছে নিত্যদিনের আরাধনার মতো। আমার এত দূর এগিয়ে আসার পেছনে আমার মা-বাবার সহযোগিতা, আমার প্রতিষ্ঠানের গুরু প্রমা অবন্তী ও অন্যান্য শিক্ষিকাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের অবদান ও সহযোগী শিল্পীদের অক্লান্ত পরিশ্রমেই এ অর্জন। আগামীতে সকলের দোয়া ও ভালোবাসা থাকলে আরও ভালো কিছু দেওয়ার প্রত্যাশা রাখি।’

 

পূর্বকোণ/এএস/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট