চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

‘মা’ মাছ বাড়াতে হালদায় ছাড়া হল ৬ হাজার পোনা

হাটহাজারী সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২১ | ৮:৫০ অপরাহ্ণ

মা মাছ বৃদ্ধির লক্ষ্যে হালদার ৪ দিন বয়সী রেণু থেকে প্রক্রিয়া করে তৈরি পোনা হালদা নদীতে অবমুক্ত করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে হালদা নদীর নয়াহাট এলাকায় তিন দফায় প্রায় ৬ হাজার পোনা অবমুক্ত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল ইসলাম ও গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদারসহ স্থানীয় ডিম সংগ্রহকারীরা।

ইউএনও রুহুল আমিন পূর্বকোণকে জানান, ২০১৯ সালের এপ্রিলে হালদা নদীর চার দিন বয়সী রেণু মডেল পুকুরে বড় করে পুনরায় হালদায় অবমুক্তকরণ শুরু করার উদ্যোগ নিয়েছি। উদ্দেশ্য হালদার জীনগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে হালদার পোনায় হালদা সমৃদ্ধ করা।

তিনি বলেন, আজ উল্লেখযোগ্য পরিমাণ কালিবাউশ মাছ অবমুক্ত করা হয়েছে। আরও ৪ হাজার পোনা অবমুক্ত করা হবে।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট