চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৫০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিমাবনন্দর কাস্টসের সহকারী পরিচালক রোকসানা খাতুন পূর্বকোণকে বলেন, ‘সকালে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের পেছনের প্যানেলের মধ্য থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এসব স্বর্ণের মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।’
পূর্বকোণ/পিআর